সালাম মুর্শেদী ও নজরুল ইসলাম গ্রেফতার

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাবের মিডিয়া উইং কর্মকর্তা আ ন ম ইমরান খান জানান, ২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সালাম মুর্শেদীকে গ্রেফতার করা হয়েছে।

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকেও গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গুলশান থেকে তাকে গ্রেফতার করে বলে বাহিনীটির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক নিশ্চিত করেছেন।

এদিকে নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকেও গ্রেফতার করেছে র‍্যাব। চট্টগ্রামের খুলশী থেকে গতকাল রাতে র‍্যাব-৭-এর একটি দল তাকে গ্রেফতার করে।

ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট সরকার পতনের পর ব্যবসায়ী নেতা ও রাজনীতিকদের অনেকেই আত্মগোপনে চলে যান। আব্দুস সালাম মুর্শেদী, নজরুল ইসলাম মজুমদার ও একরামুল করিম চৌধুরীও আর প্রকাশ্যে আসেননি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫