হবিগঞ্জে শেভরনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

জীববৈচিত্র্য রক্ষায় দেশজুড়ে যৌথভাবে পরিকল্পিত বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে শেভরন বাংলাদেশ ও পরিবেশবিষয়ক সংগঠন গ্রিন সেভার্স। এর অংশ হিসেবে গতকাল হবিগঞ্জে বিবিয়ানা গ্যাস প্লান্টে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফেরদৌস আনোয়ার। এ সময় শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডি এরিক এম ওয়াকার এবং গ্রিন সেভার্সের প্রতিষ্ঠাতা আহসান রনি বক্তব্য প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. নুরে আলাম সিদ্দিকী, নবীগঞ্জের ইউএনও অনুপম দাস অনুপ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন, শেভরন বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স পরিচালক মোহাম্মদ ইমরুল কবিরসহ সংশ্লিষ্টরা। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫