রাশিয়ায় গত সপ্তাহে গমের রফতানি মূল্য বেড়েছে

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

কনসালট্যান্সি প্রতিষ্ঠান আইকেএআর গত সপ্তাহে রাশিয়ার গম ও অন্যান্য শস্য উৎপাদনের পূর্বাভাস সংশোধন করেছে। দেশটিতে গম উৎপাদন কমে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস সংশোধনের পর রাশিয়ায় গমের রফতানি মূল্য বেড়েছে। এছাড়া এ সময় দেশটি থেকে রফতানির পরিমাণও বেড়েছে। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ। 

আইকেএআরের প্রধান দিমিত্রি রাইলকো জানান, গত সপ্তাহে রাশিয়ায় নভেম্বরের সরবরাহ চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত গমের ফ্রি-অন-বোর্ড (এফএবি) মূল্য ছিল টনপ্রতি ২২২ ডলার। গত সপ্তাহে রুশ গমের দাম আগের সপ্তাহের তুলনায় টনপ্রতি ৫ ডলার বেড়েছে। 

সভেকন কনসালট্যান্সি জানায়, গত সপ্তাহে রাশিয়ায় একই মানের গমের দাম ছিল টনপ্রতি  ২১৭-২২০ ডলার।

এছাড়া গত সপ্তাহে রাশিয়ার শস্য রফতানির পরিমাণও বেড়েছে। এ সময় দেশটি মোট শস্য রফতানি করেছে ১১ লাখ ৮০ হাজার টন। এর মধ্যে গম রফতানির পরিমাণ ছিল ১১ লাখ ৪০ হাজার টন। এর আগের সপ্তাহে রাশিয়া মোট ৯ লাখ ৪০ হাজার টন গম রফতানি করেছিল। 

এদিকে সভেকন কনসালট্যান্সি জানায়, গত ১৯ সেপ্টেম্বর রাশিয়ার কৃষকরা মোট ১০ কোটি ৫ লাখ টন শস্য সংগ্রহ করেছেন। এর মধ্যে ২ কোটি ২৯ লাখ হেক্টর জমি থেকে ৭ কোটি ৩৫ লাখ টন গম সংগ্রহ করেছেন দেশটির কৃষকরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫