আয়ের পূর্বাভাস কমিয়েছে স্টেলান্টিস

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

বিশ্বের চতুর্থ বৃহত্তম গাড়ি নির্মাতা কোম্পানি স্টেলান্টিস চলতি বছরের আয়ের পূর্বাভাস কাটছাঁট করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিজেদের ব্যবসা কার্যক্রমকে গতিশীল করতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ইতালীয় কোম্পানিটি। এছাড়া বৈশ্বিক গাড়ির বাজারের খারাপ পরিস্থিতি ও চীনের আধিপত্য বাড়ায় আয় কমে যাওয়ার কথা জানানো হয়েছে। খবর ইউরো নিউজ।

পূর্বাভাসে স্টেলান্টিস বলেছে, বছর শেষে কোম্পানিটিতে ৫০০ কোটি থেকে ১০০ কোটি ইউরো পর্যন্ত নেতিবাচক নগদ প্রবাহ হতে পারে।

২০২১ সালে পিএসএ পিউজো ও ফিয়াট ক্রাইসলার অটোমোবাইলসের একীভূতকরণের মাধ্যমে স্টেলান্টিস গঠিত হয়েছিল। এর আগে চলতি বছর কোম্পানিটির পরিচালন মুনাফা দুই অংকের ঘরে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল কোম্পানিটি। তবে পরে তা কমিয়ে ৫ দশমিক ৫ থেকে ৭ শতাংশের মধ্যে নামিয়ে আনা হয়।

চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির নিট মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ কমে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বিক্রি কমেছে প্রায় ১৬ শতাংশ। যদিও নতুন গাড়ির বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

স্টেলান্টিস বলছে, তারা উত্তর আমেরিকার ব্যবসা পুনরুজ্জীবিত করতে প্রচেষ্টা ত্বরান্বিত করছে। এজন্য ডিলারদের স্টকে গাড়ির সংখ্যা ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তিন লাখের মধ্যে সীমিত রাখার কথা জানানো হয়েছিল। তবে এ পরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ বাস্তবায়নের নতুন লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।

চলতি বছরের দ্বিতীয়ার্ধে আগের বছরের একই সময়ের তুলনায় দুই লাখ গাড়ির শিপমেন্ট কমেছে, যা কোম্পানিটির পূর্বাভাসের তুলনায় দ্বিগুণ। এ অবস্থায় কোম্পানিটি সব মডেলের গাড়ির ওপর বেশি প্রণোদনা দেয়ার কথা বলেছে। 

উৎপাদন কমিয়ে দেয়ার কারণে ইতালিতেও চাপের মুখে রয়েছে স্টেলান্টিস। শ্রমিকরা সম্প্রতি একদিনের ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন।

বিশ্বজুড়ে গাড়ির বাজার কয়েক মাস ধরে অস্থির সময় পার করছে। গাড়ি উৎপাদন বাড়ছে। কিন্তু সরবরাহ চেইনের জটিলতার কারণে পরিবহন ও কাঁচামালের ঘাটতি দেখা দিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫