মনোযোগের কেন্দ্রে উমাইয়া যুগের ব্রোঞ্জের হরিণ

প্রকাশ: অক্টোবর ০২, ২০২৪

দুবাইয়ে শিগগিরই নিলামে উঠতে যাচ্ছে ইসলামী সংস্কৃতি ও শাসনামলের সঙ্গে সম্পৃক্ত একগুচ্ছ শিল্পকর্ম। এর মধ্যে নিলাম-পূর্ব প্রদর্শনীতে মনোযোগ কেড়ে নিয়েছে ১ হাজার ২০০ বছরের পুরনো একটি ব্রোঞ্জ হরিণ। নিলাম সংস্থা সথবি’জের দাবি, শিল্পবস্তুটি অষ্টম শতাব্দীতে উমাইয়া যুগে নির্মিত হয়েছে। আর্টস অব দি ইসলামিক ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া শীর্ষক এ আয়োজনের অংশ হিসেবে হরিণটির আনুমানিক দাম উঠতে পারে ৪০ লাখ ডলার। একদম নিটোল ও কোথাও ক্ষয় না হওয়া ব্রোঞ্জের ভাস্কর্যটি ইসলামের উন্মেষ-পরবর্তী প্রাণীর অবয়বে নির্মিত কয়েকটি ব্যবহার্য বস্তুর একটি। এটি নির্মাণ করেছেন আবদুল্লাহ ইবন থাবিত। বিশ্লেষকদের মতে, ইসলাম-পরবর্তী আকৃতিমূলক ভাস্কর্য তৈরির প্রাথমিক ধাপ বোঝার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সথবি’জের এ নিলামে আরো থাকছে তের শতকে বাগদাদের বিখ্যাত ক্যালিগ্রাফার ইয়াকুত আল-মুস্তাসিমির অলংকরণ করা আল কোরআনের একটি কপি, যার বিক্রিমূল্য ৯ লাখ ডলার পর্যন্ত আশা করা হচ্ছে। আরো থাকছে নবম-দশম শতাব্দীতে মাটিতে তৈরি ১২টি থালা। ইরাকে পাওয়া এ প্রত্নবস্তুর দাম হতে পারে ৬৭ হাজার ডলার। ২৩ অক্টোবর থেকে আধুনিক ও সমসাময়িক মধ্যপ্রাচ্য সংগ্রহ নিয়ে দুবাইয়ে এ নিলাম অনুষ্ঠিত হবে। এতে আরো থাকছে সৌদি শিল্পী মোহাম্মদ আল সালিম এবং লেবানিজ শিল্পী আরেফ এল রায়েস ও আয়মান বাআলবাকির কাজ। এর মধ্যে আধুনিক ও আরবের ঐতিহ্যিক ধারার মেলবন্ধনের জন্য বিখ্যাত আল সালিম। ১৯৬০ সালে আঁকা ‘আনটাইটেলড’ শিরোনামের তার একটি চিত্রকর্মের জন্য ১ লাখ ৩৩ হাজার ডলার দাম আশা করা হচ্ছে। খবর ও ছবি দ্য ন্যাশনাল


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫