লেবাননে স্থল অভিযান শুরুর দাবি ইসরায়েলের, অস্বীকার করছে হিজবুল্লাহ

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

বণিক বার্তা অনলাইন

লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে স্থল আক্রমণ শুরু করেছে বলে দাবি করেছে ইসরায়েল। তারা বলছে, ছত্রীবাহিনী, কমান্ডো ও সাঁজোয়া ইউনিটগুলোর অভিযানের মধ্য দিয়ে এ আক্রমণ শুরু হয়েছে।


মঙ্গলবার (১ অক্টোবর) সিএনএনের খবরে বলা হয়, হিজবুল্লাহর শক্তিকেন্দ্রগুলোকে নিশানা করে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে দেশটি।


ইসরায়েল আরো দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে তাদের বাহিনীগুলোর তীব্র লড়াই শুরু হয়েছে।


তবে লেবাননে ইসরায়েলে বাহিনীর অভিযান শুরুর দাবিকে মিথ্যা বলছে হিজবুল্লাহ।


বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রকাশিত সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হিজবুল্লাহ মুখপাত্র মোহাম্মদ আফিফের এক বিবৃতিতে বলা হয়, জায়নবাদীরা লেবাননে প্রবেশ করেছে বলে যে দাবি করছে, তা মিথ্যা। হিজবুল্লাহর সঙ্গে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর কোনো সংঘর্ষ হয়নি। তবে যদি তারা লেবাননে প্রবেশের চেষ্টা করে, তাদের রুখে দেয়ার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে।

 

মোহাম্মদ আফিফের বক্তব্য সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশ হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এই বক্তব্য রয়েছে বলে জানিয়েছে সিএনএন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫