বাংলাদেশে বিক্ষোভে নিহতদের ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত দরকার— ম্যাথিউ মিলার

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় দমন-পীড়ন এবং যে বেসামরিক নাগরিকরা বিক্ষোভের সময় প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি, সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় দমন-পীড়ন এবং যে বেসামরিক নাগরিকরা বিক্ষোভের সময় প্রাণ হারিয়েছেন, তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। দায়ী যে কারও জন্য সম্পূর্ণ জবাবদিহিতা থাকা দরকার বলেও উল্লেখ করেন ম্যাথিউ মিলার।

গণমাধ্যম বিষয়ক এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫