কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে— স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

পুলিশের যেসব সদস্য এখনও কাজে যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনও যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলব না। তাদের ক্রিমিনাল বলব।

নতুন করে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দুয়েকদিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

হিন্দু ধর্মালম্বীদের দুর্গাৎসব অতীতের যেকোনো সময়ের তুলনায় সবেচেয়ে নির্বিঘ্ন ও ভালো হবে বলে আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভালো বলব না, তবে দিনে দিনে ভালো হবে। পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরো ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি।

এছাড়া মাজার ও দরগার নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলেও জানান উপদেষ্টা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫