চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের প্রাণহানি

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

দিনাজপুরে কাভার্ড ভ্যানচাপায় দুজন নিহত হয়েছেন। নরসিংদীতে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী প্রাণ হারিয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় আরো দুজন নিহত হয়েছেন। গতকাল বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

দিনাজপুর: জেলার ঘোড়াঘাটে কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানের ওপর উঠে যায়। এ সময় আব্দুল গফফার (৬৮) ও আনোয়ার হোসেন (৫০) নামে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল গফফার রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে এবং আনোয়ার হোসেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানটি দিনাজপুরে যাচ্ছিল। ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে থাকা পাঁচ-সাতটি ভ্যানের ওপর উঠে যায় কাভার্ড ভ্যান। এ সময় ভ্যানগুলো দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত হন আরো চারজন। তাদের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

নরসিংদী: জেলার শিবপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের গাবতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুরের আক্তারুজ্জামানের ছেলে দারুল কারার সিফাত (২৮) এবং একই এলাকার ইকবাল ফকিরের ছেলে সোহেল ফকির (২৯)।

হাইওয়ে থানা পুলিশ জানায়, মরজালের একটি প্রশিক্ষণ সেন্টার থেকে সোহেলকে নিয়ে মোটরসাইকেলে নরসিংদীর চিনিশপুরে ফিরেছিলেন সিফাত। এ সময় শিবপুরের গাবতলী পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেলের দুই আরোহীকে নরসিংদীর ১০০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইটাখোলা হাইওয়ে থানার পরিদর্শক সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ: জেলার কাশিয়ানীতে ট্রাক-ইজিবাইক ও ভ্যানের সংঘর্ষে টিটুল মোল্লা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা গ্রামের মো. রকমান মোল্লার ছেলে। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাসস্ট্যান্ডে ইজিবাইক থামিয়ে যাত্রী নামাচ্ছিলেন চালক মো. আকবর মিয়া। এ সময় একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পরে সেখানে থাকা একটি অটোভ্যানের ওপরে আছড়ে পড়ে ট্রাক ও ইজিবাইক। এতে ভ্যানচালক মো. টিটুল মোল্লা ঘটনাস্থলেই মারা যান।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন জানান, দুর্ঘটনায় ভ্যান চালক নিহত হয়েছেন। আরো দুজন গুরুতর আহত হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া: বিজয়নগরে লরির ধাক্কায় প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাকিব মিয়া রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকার গনি মিয়ার ছেলে।

খাঁটিয়াতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, সকালে উপজেলার বুধন্তী মাদ্রাসার সামনে একটি লরি প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কার চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎক মৃত ঘোষণা করেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫