তৃতীয় দফায় সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করল প্রশাসন

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাঙ্গামাটি

সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙ্গামাটির সাজেক ভ্রমণে আবারো নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। তৃতীয় দফায় ১-৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিতের কথা বলা হলেও কার্যত সাজেক যাওয়া বন্ধ থাকে এ সময়টাতে।

গতকাল রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের স্বাক্ষর করা চিঠিতে নিরুৎসাহিতের বিষয়টি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১-৩ অক্টোবর পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সময় আরো তিনদিন বাড়ানো হয়েছে।

এর আগে, ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনায় গত ২৫-২৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন সাজেকে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দ্বিতীয় ধাপে ২৮-৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫