অন্য এক আইশার গল্প

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

ফিচার প্রতিবেদক

আইশা খান এ প্রজন্মের অভিনেত্রী। ২০২০ সাল থেকে নিয়মিত একটু ভিন্ন ঘরানার গল্পের নাটকগুলোয় অভিনয় করে নিজের স্বতন্ত্র একটি পরিচয় তৈরি করেছেন। তাই একটু ব্যতিক্রমধর্মী গল্প ও চরিত্রেই দেখা যায় তাকে। স্ক্রিপ্ট নির্বাচনেও সময় নেন। সে কারণেই রুবেল আনুশের পরিচালনায় ‘খুশবু’ ও ‘হয়নি কখনো বলা’ নাটকে অভিনয় করেছিলেন। এবার অভিনয় করেছেন ‘দহন’ নামের আরেকটি নাটকে। তাকে দেখা যাবে ভিন্ন রূপে। 

আইশা অভিনয় করেছেন নিলু চরিত্রে। ভিন্নতা বা নতুনত্ব প্রসঙ্গে আইশা খান বলেন, ‘একজন পরিচালক একটি নাটক নির্মাণের জন্য যে সময় পান, তাতে গল্পটিকে খুব বেশি ব্যতিক্রমভাবে উপস্থাপনের সুযোগ পান না। সময়, বাজেট সব মিলিয়ে একজন পরিচালক চেষ্টা করেন যত ভালোভাবে সম্ভব গল্পটাকে উপস্থাপন করার, রুবেল আনুশ ভাই দহনের ক্ষেত্রেও সেটাই করেছেন। আমিও আমার নিলু চরিত্রটি যতটা ভালোভাবে উপস্থাপন করা যায়, শতভাগ চেষ্টা করেছি। দহনে একজন গ্রামীণ মেয়ের ভূমিকায় অভিনয় করেছি আমি।’

রুবেল আনুশের গল্পে দহনের চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আব্রাহাম তামিম। রুবেল আনুশ বলেন, ‘প্রিয় ভালোবাসার মানুষকে ভালো রাখতে কেউ কেউ তাদের নিজেদের সুখ বিসর্জন দেয়। সেক্রিফাইজ করে মানিয়ে নিতে চায়। এটাই মূলত দহনের গল্প।’ এ নাটকে আইশা খানের বিপরীতে আছেন মুশফিক ফারহান। নাটকটি নির্মাণ হচ্ছিল ছাত্র আন্দোলনের সময়। আইশা বলেন, ‘নাটকটি ঠিক সেই সময় করা, যখন সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে। কিছু দৃশ্য ঠিকঠাকভাবে করতে পারছিলাম না। রুবেল ভাই, ফারহান ভাই আমাকে বোঝানোর পর আমি সহজ হই, কাজে মনোযোগ আসে। আশা করছি, দহন ভালো লাগবে দর্শকের।’ 

২০১৭ সালে আইশা উপস্থাপনা শুরু করেন মাছরাঙা টিভিতে। ২০২০ সালে স্নাতক সম্পন্ন করার পর তানভীর আহসানের পরিচালনায় ‘তোমার কাছেই যাবো’ নাটকে অভিনয় করেন। এরপর আরো বেশকিছু নাটকে অভিনয় করেন। তবে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় জোভানের বিপরীতে ‘থেমে যেতে নেই’ নাটকে অভিনয় করার পর আইশা সিদ্ধান্ত নেন অভিনয়ে থেকে যাওয়ার। আর জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকে অনেক পারফরমারের ভিড়ে তিনি তার অভিনয় দিয়ে সবার মধ্য থেকে আলাদাভাবে আলোচনায় চলে এলেন। এখন তিনি নিয়মিত অভিনয় করছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫