সুয়েজ খাল থেকে ৬০০ কোটি ডলার আয় হারিয়েছে মিসর

প্রকাশ: অক্টোবর ০১, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সুয়েজ খাল থেকে ৬০০ কোটি ডলার আয় হারিয়েছে মিসর। এ তথ্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। খবর আনাদোলু।

গত রোববার এক অনুষ্ঠানে আবদেল ফাত্তাহ আল-সিসি জানান, সর্বশেষ আট মাসে (জানুয়ারি-আগস্ট) এ রুট থেকে আয় কমেছে অন্য যেকোনো সময়ের তুলনায় ৫০-৬০ শতাংশ। 

ইউরোপ ও এশিয়ার মধ্যে যোগাযোগের সংক্ষিপ্ত জলপথ সুয়েজ খাল বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত। এটি মিসরের বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 

মিসরীয় এ নেতা সতর্ক করে দেন চলমান আঞ্চলিক উত্তেজনার আরো বিস্তৃতি ঘটতে পারে।

এর আগে এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে আগের বছরের তুলনায় সুয়েজ খালের আয় ২৩ শতাংশ কমেছে। ৩০ জুন শেষ হওয়া ১২ মাসে মোট আয় ছিল ৭২০ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের ৯৪০ কোটি ডলার থেকে কম।

একই সময়ে গুরুত্বপূর্ণ এ শিপিং রুটের মধ্যে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরে ২০ হাজার ১৪৮টি জাহাজ সুয়েজ খাল হয়ে ১০০ কোটি টন পরিবহন করেছে। আগের অর্থবছরে ২৫ হাজার ৯১১টি জাহাজ পরিবহন করে ১৫০ কোটি টন পণ্য।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫