বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচে পাকিস্তানকে ২৩ রানে হারাল বাংলাদেশ। আজ দুবাইতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪০ রান তোলে নিগার সুলতানার দল। জবাবে পাকিস্তান ১৮.৪ ওভারে ১১৭ রানে অলআউট।

 

স্বর্ণা আক্তার ১৭ বলে ২৮, সাথী রানী ১৬ বলে ২৩, নিগার ২২ বলে ১৮, তাজ নেহার ২০ বলে ১৭ রান করে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন। পাকিস্তানের সাদিয়া ইকবাল ১৯ রানে ২টি উইকেট নেন।

 

এরপর বোলিংয়ে বাজিমাত করে বাংলাদেশ। মারুফা আক্তার, রাবেয়া খান, স্বর্ণা আক্তার ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়ে পাকিস্তানকে গুঁড়িয়ে দেন। পাকিস্তানের ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩৩ রান করেন। অধিনায়ক ফাতিমা সানা ১২ বলে ১৭ রান করেন।

 

এর আগে প্রথম ওয়ার্মআপ ম্যাচে শ্রীলংকার কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নিগার, স্বর্ণারা।  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫