সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান হলেন এমএ কাশেম

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৪

সাউথইস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমএ কাশেম। গতকাল ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৪৩তম বোর্ড সভায় পরিচালকদের সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। এমএ কাশেম সাউথইস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক। তিনি রোজ কর্নার (প্রাইভেট) লিমিটেডেরও চেয়ারম্যান। এমএ কাশেম নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এমএ কাশেম সংগঠনটির সালিশি ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) সাবেক চেয়ারম্যান। এমএ কাশেম দীর্ঘ ১৭ বছর হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। তিনি সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্ট টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন ট্রাস্টের সভাপতি ছিলেন। শিল্পপতি এমএ কাশেম রফতানি খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ সালে প্রেসিডেন্ট এক্সপোর্ট ট্রফি অর্জন করেন। এছাড়া ১৯৯৫ সালে শিল্প খাতে অবদানের জন্য সিআর দাস স্বর্ণপদকও পেয়েছেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫