২০২৫ সাল

বৈশ্বিক কম্পিউটার বিক্রির ৪৩ শতাংশ দখল করবে এআই

প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

২০২৫ সালে বিশ্বব্যাপী পিসি বিক্রির ৪৩ শতাংশ দখল করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ব্যক্তিগত কম্পিউটার (পিসি) এআই পিসি বিশ্বব্যাপী কম্পিউটার বাজারকে পুনরুদ্ধার করবে প্রযুক্তি শিল্পে প্রবৃদ্ধির একটি প্রধান চালক হবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

গার্টনারের তথ্যানুযায়ী, আগামী বছর এআই পিসির বিক্রি পৌঁছবে প্রায় সাড়ে ১১ কোটি ইউনিটে, যা ২০২৪ সালের তুলনায় ১৬৫ দশমিক শতাংশ বেশি। তাদের পূর্বাভাস বলছে, ২০২৪ সালে ধরনের পিসি বিক্রি হবে চার কোটি ইউনিটের বেশি, যা গত বছরের তুলনায় ৯৯ দশমিক শতাংশ বেশি।

গার্টনার এআই পিসি বলতে এমন ব্যক্তিগত কম্পিউটারকে সংজ্ঞায়িত করেছে, যার মধ্যে একটি বিশেষ চিপ নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) আছে। কম্পিউটারগুলো বিভিন্ন অপারেটিং সিস্টেমে চলে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা রাখে। বিষয়ে গার্টনারের সিনিয়র ডিরেক্টর অ্যানালিস্ট রঞ্জিত আতওয়াল বলছেন, এখন আলোচনা কেবল বিষয়ে নয় যে কোন পিসিতে এআই কার্যকারিতা থাকবে, বরং প্রত্যাশা বেশির ভাগ পিসি শেষ পর্যন্ত এনপিইউ সক্ষমতা গ্রহণ করবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট জানিয়েছে, ২০২০ থেকে ১০ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা পিসির মোট বার্ষিক প্রবৃদ্ধির হার ৫০ শতাংশ হবে ২০২৬ সালের পর এগুলো বাজারে আধিপত্য করবে।

এদিকে জুলাইয়ে চীনভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো জানিয়েছিল, তারা ২০২৭ সালের মধ্যে তাদের সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। কোম্পানির ইন্টেলিজেন্স ডিভাইসেস গ্রুপের প্রেসিডেন্ট লুকা রোসি নিক্কেই এশিয়াকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র চীনে ক্রেতারা এআইনির্ভর পিসিগুলোর প্রতি বেশি আগ্রহী। তাই লেনোভো সব পিসিতে এআই অন্তর্ভুক্ত করতে চায়।

গার্টনারের বিশ্লেষকরা বলছেন, পিসি নির্মাতারা নতুন সুযোগের জন্য আগ্রহী। এআইয়ের উত্থান, বিশেষ করে জেনারেটিভ এআই তাদের ব্যবসাকে পুনরুজ্জীবিত করার চাবিকাঠি হতে পারে। এআই কম্পিউটারের সক্ষমতা বাড়ায়, জটিল কাজগুলোকে আরো কার্যকরভাবে সম্পাদন করতে সহায়তা করে। কাউন্টারপয়েন্ট বলছে, এআই পিসিগুলো শুরুতে তেমন জনপ্রিয়তা পাবে না, কিন্তু ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন অ্যাপ্লিকেশনের কারণে এগুলোর চাহিদা বাড়তে পারে।

আরেক বাজার গবেষণা সংস্থা ক্যানালিসের প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী এআই সক্ষমতার পিসি বিক্রি হয়েছে ১৪ শতাংশ, যা আগের প্রান্তিকে ছিল শতাংশ। সময় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের এআই সক্ষমতার কম্পিউটার বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই সঙ্গে ২০২৪ সালের এপ্রিল-জুন প্রান্তিকে উইন্ডোজ এআই পিসির বিক্রি বেড়েছে গত প্রান্তিকের তুলনায় ১২৭ শতাংশ। উইন্ডোজ ১১-এর ব্যবহার এআই ফিচারযুক্ত কম্পিউটারের কারণে বছরের বাকি সময় গ্রাহক পর্যায়ে চাহিদা ঊর্ধ্বমুখী থাকবে বলে আশা প্রকাশ করেছেন গবেষণা সংশ্লিষ্টরা। টেক জায়ান্ট অ্যাপল তাদের নতুন সব কম্পিউটারে এম-সিরিজ চিপ ব্যবহার করে, যেগুলো এআই কাজের জন্য ডিজাইন করা হয়েছে। ক্যানালিসের প্রতিবেদন বলছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ৮৮ লাখ এআই সক্ষমতার পিসি বিক্রি করেছে ডিভাইস নির্মাতারা। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ অ্যাপলের সিলিকন চিপসেট ব্যবহৃত এআই কম্পিউটার বিক্রি হয়েছে ৬০ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ পিসি বিক্রি হয়েছে ৪০ শতাংশের কিছু কম।

গার্টনারের গবেষণা আরো দেখা গেছে, এআই পিসির ক্ষেত্রে ল্যাপটপের চাহিদা ডেস্কটপের চেয়ে বেশি হবে। কোম্পানিটি পূর্বাভাস দিয়েছে ২০২৬ সালের মধ্যে এআই ল্যাপটপ হবে বড় ব্যবসার জন্য একমাত্র পছন্দ। কোম্পানির নিরাপত্তা আরো উন্নত করতে তারা প্রযুক্তিতে বিনিয়োগ করবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫