চুয়াডাঙ্গায় জামায়াতের আমির

কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সমৃদ্ধি

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি I চুয়াডাঙ্গা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করি। কোনো বিভক্তি নয়, ঐক্যই হোক এ জাতির সৌন্দর্য ও সমৃদ্ধি। ঐকমত্যের ভিত্তিতে দেশবাসী মিলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। তারা যদি ভালো কিছু করে দেশবাসী উপকৃত হবে, আমি উপকৃত হব, আপনি উপকৃত হবেন। কিন্তু তারা যদি কোনো ভুল করে, আমরা তাদের ধরিয়ে দেব, সংশোধন করে দেব। কিছু বিষয় আমাদের দৃষ্টিতে এসেছে, আমরা পরামর্শ দিয়েছি, ইতিবাচক ফল পেয়েছি। মানুষ হিসেবে তাদের জন্য দোয়া করা উচিত। তারা যেন জাতির প্রত্যাশা ও বিবেকের বাইরে গিয়ে কোনো কাজ না করেন।’

গতকাল সকালে চুয়াডাঙ্গা শহরের হোটেল সাহিদ প্যালেসের কনফারেন্স রুমে জামায়াতের দায়িত্বশীল সমাবেশে ডা. শফিকুর রহমান এ কথাগুলো বলেন।

জামায়াতের চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিনের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন, ‘ভারত যেমন একটি দেশ, আমরাও একটি দেশ। ভারত ছাড়াও আমাদের প্রতিবেশী আছে। বিশ্বসভায় আরো অনেকগুলো দেশ আছে। সবার প্রতি আমাদের একই কথা। বিশ্বসভার সব সদস্য আমরা মিলেমিশে পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে সামনে এগিয়ে নেব।’

অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না। তারা যেন জাতির আবেগ ও প্রত্যাশা পূরণ করতে পারে, সে ব্যাপারে সবাইকে কাজ করতে হবে।’ আওয়ামী দুঃশাসনের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তারা শেষ সময়ে এসে দুটি অপকর্ম করেছিল। তা হলো গণহত্যা এবং এ দেশের পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা। আলহামদুলিল্লাহ দুটিই ব্যর্থ হয়েছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫