ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে মাফিয়াতন্ত্র চলবে না -রাবি উপাচার্য

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে কোনো ধরনের মাফিয়াতন্ত্র চলবে না বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। গতকাল শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

অধ্যাপক নকীব বলেন, ‘ছাত্র রাজনীতির বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে আমরা স্টেকহোল্ডারদের মতামত নেব। জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে, একক কোনো সিদ্ধান্ত কল্যাণ বয়ে আনে না। ক্যাম্পাসে রাজনীতিমুক্ত ও এক্সট্রা কো-কারিকুলাম অ্যাকটিভিটিসের সঙ্গে জড়িত যেসব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে আগে কথা বলব। তারপর ক্যাম্পাসের ছোট বা বড় হোক, যত রাজনৈতিক সংগঠন রয়েছে তাদের সঙ্গেও আলোচনা করব। এরপর ছাত্র সমন্বয়কদের সঙ্গে বসে সবার মতামতের ভিত্তিতে একটা চূড়ান্ত কাঠামো তৈরি করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ছাত্র রাজনীতি বন্ধ বা বিলুপ্তির যে মতামত তৈরি হচ্ছে, তা রাজনীতির বিরুদ্ধে না, এটা অপরাজনীতির বিরুদ্ধে। এতদিন যে রাজনীতি ছিল, তাকে রাজনীতি বলা যাবে না, বরং তা হলো মাফিয়াতন্ত্র ও সিন্ডিকেট। এটা আমাদের ছাত্রসমাজকে অতিষ্ঠ করে দিয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হয়েছে। কাজেই তারা যখন বলে রাজনীতি বন্ধ করতে হবে, তখন রাজনীতির নামে যে অপরাজনীতি হয়ে এসেছে সেই অভিজ্ঞতা থেকেই বলে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে আর কোনো মাফিয়াতন্ত্র চলবে না।’

রাকসু নির্বাচন প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘আমরা এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। এখানে একজন রেজিস্ট্রার নিয়োগ করা হবে। এ পর্যন্ত রাকসুর সব আয়ের হিসাবও নেয়া হবে। এতে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আমরা যে ওয়াদা করেছি তা অবশ্যই পালন করব।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫