১৬ সপ্তাহের সর্বোচ্চে অ্যালুমিনিয়ামের দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) শুক্রবার অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। গত ১৬ সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছে ধাতুটির দাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে চাহিদা বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। খবর বিজনেস রেকর্ডার। 

এলএমইতে শুক্রবার অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ২ হাজার ৬৪১ ডলার ৫০ সেন্টে, যা গত ৬ জুনের পর থেকে সর্বোচ্চ। নির্মাণ, পরিবহন ও প্যাকেজিং খাতে ব্যবহৃত এ ধাতুর দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ। 

এদিকে ব্যাংক অব আমেরিকার বিশ্লেষকরা চলতি সপ্তাহে জানায়, আগামী বছর বিশ্বব্যাপী সরবরাহ সংকটে পড়তে পারে অ্যালুমিনিয়ামের বাজার। ২০২৫ সালে টনপ্রতি ধাতুটির দাম পৌঁছতে পারে ৩ হাজার ডলারে। 

এলএমইতে শুক্রবার নিকেলের দাম আগের দিনের তুলনায়  ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। টনপ্রতি মূল্য পৌঁছেছে ১৬ হাজার ৯১৫ ডলারে। তবে এ বাজার আদর্শে  শুক্রবার তামার দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য নেমেছে ১০ হাজার ১৯ ডলারে। 

অন্যদিকে দস্তার দাম আগের দিনের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৯০ ডলারে। সিসার দাম দশমিক ১ শতাংশ কমে টনপ্রতি ২ হাজার ১৩৩ ডলার ৫০ সেন্টে নেমেছে। শুক্রবার টিনের দাম টনপ্রতি ৩২ হাজার ৩২৫ ডলারে স্থিতিশীল ছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫