মারি অঁতোয়ানেতের সূত্রে দাম চড়েছে নেকলেসের

প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৪

দুটি ব্রিটিশ রাজ্যাভিষেকের সময় পরা একটি হীরার নেকলেস নিলামে উঠতে যাচ্ছে। এতে ব্যবহৃত রত্নের সঙ্গে ফরাসি সম্রাজ্ঞী মারি অঁতোয়ানেতের যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে নেকলেসটির আকর্ষণ আরো বেড়ে গেছে। এটি ২৮ লাখ ডলার দাম পেতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। ঐতিহাসিক সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত এ সম্রাজ্ঞীকে নিয়ে একটি কথা খুবই প্রচলিত। ফরাসি বিপ্লবের আগে ক্ষুধা নিপীড়িত প্রজাদের উদ্দেশে তিনি নাকি বলেছিলেন, ‘রুটি নাই তো কেক খাও’। আনুমানিক ৩০০ ক্যারেটের রত্ন পাথরে তৈরি এ নেকলেস সম্ভবত ফরাসি বিপ্লবের এক দশক আগে তৈরি। নিলাম সংস্থা সথবি’স জানিয়েছে, ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো সম্প্রতি সর্বসাধারণের সামনে প্রদর্শিত হচ্ছে এ অলংকার। ১৯৩৭ সালে রাজা ষষ্ঠ জর্জের রাজ্যাভিষেক ও ১৯৫৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের সময় নেকলেসটি পরেছিলেন লেখক ভিক্টোরিয়া মার্জোরি হ্যারিয়েট পেগেট। ১৯৬০-এর দশকে একজন সংগ্রাহক তার ব্যক্তিগত ভাণ্ডারের জন্য নেকলেসটি অধিগ্রহণ করেন। এতে তিন সারিতে বসানো হীরক খণ্ডগুলো সম্ভবত ভারতের গোলকুণ্ডা খনিতে পাওয়া। নিলাম সংস্থাটি দাবি করেছে, নেকলেসে কয়েকটি হীরা ‘অ্যাফেয়ার অব দ্য ডায়মন্ড নেকলেস’ কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত। একজন রত্ন ব্যবসায়ী ফ্রান্সের শেষ রানী মারি অঁতোয়ানেতের কাছ থেকে নেকলেসটি কিনেছিলেন। যদিও ব্যবসায়ীর দাবি অনুযায়ী, নেকলেসটি তিনি কোনোদিনই পাননি। এ কেলেঙ্কারি মারি অঁতোয়ানেতের খ্যাতিকে ম্লান করে দেয় এবং রাজপরিবারের জন্য অসম্মান বয়ে এনেছিল। এ কেলেঙ্কারি রানীর মৃত্যুর কারণ হয়ে উঠেছিল বলেও ধারণা করা হয়। খবর ও ছবি  সিএনএন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫