কানপুরে দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্টে প্রথম দিন মাত্র ৩৫ ওভারের খেলা মাঠে গড়ানোর পর আজ শনিবার দ্বিতীয় দিন পুরোটাই ভাসিয়ে নিল বেরসিক বৃষ্টি। সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কানপুরের স্থানীয় সময় বেলা ২টা ৪০ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি।

 

আজ সকাল থেকে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো মেঘে ঢাকা আকাশ—এমনই চলছিল। অবশেষে বেলা আড়াইটার পর দিনের খেলার সমাপ্তি টানা হয়।

 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামীকাল রোববার আকাশ অনেকটা ভালো থাকবে। যদিও আনন্দিত হওয়ার সুযোগ নেই। কালও দিনের কিছুটা সময় বৃষ্টি হতে পারে। তবে আজকের চেয়ে কাল একটু ভালো থাকবে আকাশ। তাই কিছু খেলা হওয়ার সম্ভাবনা আছে।

 

প্রথম দিন ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত রয়েছেন। আউট হয়েছেন জাকির হাসান (০), সাদমান ইসলাম (২৪) ও নাজমুল হোসেন শান্ত (৩১)। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫