শেষ হয়ে গেল ম্যাগি স্মিথের ম্যাজিক

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

বণিক বার্তা অনলাইন

‘প্রফেসর মির্নাভা ম্যাকগোনাগল’ হিসেবেই তিনি পরিচিত বর্তমান প্রজন্মের কাছে। হ্যারি পটার চলচ্চিত্র সিরিজে এ চরিত্রে দেখেই অভ্যস্ত অভিনয় করে বিশ্বজুড়ে প্রশংসিত ম্যাগি স্মিথ। জাদুর জগতকে মুখর করে রাখা সে নারীর জাদু এবার শেষ হয়ে গেল চিরদিনের জন্য। ৮৯ বছর বয়সী এ কিংবদন্তি এ ব্রিটিশ অভিনেত্রী চলে গেলেন না ফেরার দেশে।

১৯৫২ সালে মঞ্চনাটকে ক্যারিয়ারের শুরু করেন ম্যাগি স্মিথ। দীর্ঘ এ ক্যারিয়ারে প্রাপ্তির ঝুলি যথেষ্ট বড়। ১৯৫৮ সালে ‘নোহোয়্যার টু গো’ সিনেমায় অভিনয় করে তিনি প্রথম বৈশ্বিক তারকায় পরিণত হন। সিনেমাটির জন্য ক্যারিয়ারের প্রথমবারের মতো বাফটা মনোনয়ন পেয়েছিলেন তিনি। ম্যাগি স্মিথ ‘দ্য প্রাইম অব মিস জিন ব্রোডি’ ও ‘ক্যালিফোর্নিয়া স্যুট’ সিনেমায় অভিনয়ের জন্য অস্কার পেয়েছেন। ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘আ রুম উইথ আ ভিউ, ‘গসফোর্ড পার্ক’ চলচ্চিত্রের জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫