ছাত্র-জনতার ওপর হামলা

কিশোরগঞ্জে দুই মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার দায়ের করা দুই মামলায় এক ইউপি চেয়ারম্যান গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে ্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন ্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির।

আগস্ট কিশোরগঞ্জ শহরের খড়মপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদী হয়ে সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা করেন। এতে ইউপি চেয়ারম্যান জুয়েলকে ২৩ নম্বর আসামি করা হয়। অন্যদিকে গত আগস্ট শহরের রথখোলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা করেছেন বিএনপি কর্মী অ্যাডভোকেট সুজন মিয়া। এতে জুয়েলকে ৪৫ নম্বর আসামি করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫