দাহি ও আশপাশের বাংলাদেশীদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

লেবাননের রাজধানী বৈরুতের দাহি ও আশপাশের শহরের বাংলাদেশী প্রবাসীদের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। গতকাল লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এ পরামর্শ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চালানো হচ্ছে। আক্রমণের ধারায় প্রতীয়মান হয় যে দাহি ও এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক। এমন অবস্থায় যেসব বাংলাদেশী প্রবাসী এখনো ওই এলাকায় অথবা এর অতি নিকটবর্তী স্থানে বসবাস করছেন, তাদের অতিসত্বর ওই এলাকা ত্যাগ করে বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় যাওয়ার পরামর্শ দেয়া হলো।’

প্রয়োজনে ৭১২১৭১৩৯, ৭০৬৩৫২৭৮ ও ৮১৭৪৪২০৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫