আশুলিয়ায় ছুটির দিনেও খোলা ছিল দেড় শতাধিক পোশাক কারখানা

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, সাভার

ঢাকার অদূরে আশুলিয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও খোলা ছিল দেড় শতাধিক পোশাক কারখানা। শ্রমিক অসন্তোষের জেরে বেশ কয়েকদিন কারখানা বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে উৎপাদন চালু রাখা হয়। গতকাল সাপ্তাহিক ছুটির দিনেও শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগ দেন।

আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার ব্যবস্থাপকরা জানান, যথাসময়ে পণ্য রফতানির চাপ বাড়ছে। তাই উৎপাদন বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে মালিক-শ্রমিক উভয়ের সম্মতিতেই ছুটির দিনেও দেড় শতাধিক কারখানা চালু রাখা হয়।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম জানান, কারখানা মালিকরা হাজিরা বোনাস বাড়ানোসহ শ্রমিকদের ১৮ দফা দাবি পূরণের যৌথ ঘোষণা দেয়ার পর উৎপাদনে ফিরেছে অধিকাংশ কারখানা।

তিনি আরো জানান, চালু থাকা কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ। পাশাপাশি শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র‍্যাব ও বিজিবির তৎপরতা দেখা গেছে। পাশাপাশি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে ছিল সেনাবাহিনী টহল দল।

বিজিএমইএর তথ্যমতে, দেশের সবচেয়ে শ্রমিকঘন শিল্পাঞ্চল আশুলিয়ায় ১ হাজার ৮৬৩টি কারখানায় কাজ করেন ৯ লাখ ৮০ হাজার শ্রমিক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫