২০২৪-২৫ অর্থবছর

মিসরে গম উৎপাদন আরো বাড়তে পারে

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

মিসর সরকার দেশের কৃষকদের গমের আবাদযোগ্য অঞ্চল বৃদ্ধি বাড়তি উৎপাদনে উৎসাহ দিচ্ছে। ফলে ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে গম উৎপাদন বাড়তে পারে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ফরেন এগ্রিকালচার সার্ভিস (এফএএস) খবর ওয়ার্ল্ড গ্রেইন ডট কম।

এফএএস জানায়, মিসরে ২০২৪-২৫ অর্থবছরে মোট গম উৎপাদন হতে পারে ৯২ লাখ টন। আগের বছর দেশটিতে ৮৮ লাখ ৭০ হাজার টন গম উৎপাদন হয়েছিল।

সংস্থাটি আরো জানায়, সময় মিসর কোটি ২৫ লাখ টন গম আমদানি করতে পারে। এটি আগের পূর্বাভাসের তুলনায় ১১ দশমিক শতাংশ বেশি। তবে দেশটিতে ২০২৩-২৪ অর্থবছরে একই পরিমাণ গম আমদানি হয়েছিল।

প্রতিবেদনে এফএএস জানায়, মিসর সাধারণত আফ্রিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোয় সবচেয়ে বেশি গমের আটা সরবরাহ করে। দেশটিতে সম্প্রতি গম প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ায় গমের আটা রফতানিও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। জানুয়ারি-মে পর্যন্ত দেশটির রফতানি বেড়েছে ২৫০ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে জিবুতি, সুদান, সোমালিয়া, পশ্চিম তীর গাজায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫