আইবিসিএফের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল মান্নান

প্রকাশ: সেপ্টেম্বর ২৬, ২০২৪

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবদুল মান্নান। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।

সম্প্রতি আইবিসিএফের ভাইস চেয়ারম্যান একেএম নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে ৬৪তম সভায় নতুন কমিটি গঠন করা হয়। সভায় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক একেএম নূরুল ফজল বুলবুলকে উপদেষ্টা করা হয়।

আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলা এবং কো-চেয়ারম্যান হিসেবে এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ ফিরোজ হোসেন শাহজালাল ইসলামী ব্যাংকের এমডি মোসলেহ উদ্দীন আহমেদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা আইবিসিএফের অনারারি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক . এম সাদিকুল ইসলাম এফসিএমএ, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংকের পরিচালক মো. নুরুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলী, ঢাকা ব্যাংকের এমডি একেএম শাহনেওয়াজ (চলতি দায়িত্ব), আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ নাদিম, ব্যাংক এশিয়ার ডিএমডি এসএম ইকবাল হোসাইন এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলমসহ সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংকের নির্বাহীরা অংশগ্রহণ করেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫