বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ২টায় বিশ্বব্যাংকের গ্লোবাল ডিরেক্টর মোনা হাদ্দাদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ডব্লিউটিও অনুবিভাগের প্রধান ড. নাজনীন কাউসার চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের মধ্যে আরো উপস্থিত ছিলেন লিড কান্ট্রি অর্থনীতিবিদ সৌলেইম্যানে কৌলিব্যালি, সিনিয়র অর্থনীতিবিদ সাহার সাজ্জাদ হুসেন এবং সিনিয়র প্রাইভেট সেক্টর বিশেষজ্ঞ এমএস হোসনা ফেরদৌস সুমি।

সাক্ষাৎকালে বাংলাদেশের রফতানি সক্ষমতা বৃদ্ধিসহ এলডিসি গ্র্যাজুয়েশনের প্রেক্ষিতে বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার ক্ষেত্রে বিশ্বব্যাংকের সংযোগ ও সহায়তা বৃদ্ধি নিয়ে মতবিনিময় হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫