কারাগার থেকে পলাতক বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক বিডিআর বিদ্রোহ মামলায় মত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিপাহী মো. সাইফুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২৫ সেপ্টেম্বর) র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার যশোরের কোতয়ালী মডেল থানার বসুন্দিয়া এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। 

র‌্যাব জানায়, মো. সাইফুল ইসলাম বিডিআর বিদ্রোহ মামলার মত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি গত ৫ আগস্ট গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যান।

সাইফুল ইসলাম পিলখানা হত্যাকাণ্ডের একটি মামলায় ২০০৯ সালে ঢাকার লালবাগ থেকে গ্রেফতার হন। একই বছরের ৭ এপ্রিল থেকে ঢাকার কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন তিনি। ২০১৩ সালে ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সিভিল কোর্টে বিচার শেষে তার মৃত্যুদণ্ড হয়। পরে তাকে গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গত ৫ আগস্ট সেখান থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন সাইফুল ইসলাম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫