লাভেলো আইসক্রিমের সঙ্গে মুন এনভায়রনমেন্ট টেকনোলজির চুক্তি

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং চীনের মুন এনভায়রনমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। সম্প্রতি লাভেলো আইসক্রিমের করপোরেট হেড অফিসে প্রতিষ্ঠানটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এমডি ইঞ্জিনিয়ার মো. একরামুল হক। অন্যদিকে মুন এনভায়রনমেন্ট টেকনোলজির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিং গ্যাং ফু।

বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্যে ১৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় চীনের মুন এনভায়রনমেন্ট টেকনোলজি কোম্পানির কাছ থেকে পূর্ণাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন তাওফিকা ফুড্স অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সিএও কাওছার আহমেদ, সিএফও মোশতাক আহমদ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সাজ্জাদ হুসাইন, সিএসও মোহাম্মদ রাজীব হাসান ও কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫