বরিশাল মৎস্য আড়তে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, বরিশাল

ভারতে ইলিশ রফতানির সরকারি সিদ্ধান্তের পর বরিশালের বাজারে ইলিশের দাম বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে। দাম বৃদ্ধির খবর পেয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বরিশালের পোর্টরোড পাইকারি মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী মৎস্য পাইকারি ও খুচরা বিক্রেতাদের সতর্ক করেন।

এ সময় তিনি জানান, খুচরা বাজারে কেউ যাতে বেশি দামে ইলিশ বিক্রি করতে না পারে, সে লক্ষ্যে সব আড়তে মূল্য তালিকা টানানোর নির্দেশনা দেয়া হয়েছে।

তবে অভিযানে ইলিশের দামে কোনো অসংগতি পাওয়া যায়নি। কিন্তু ভবিষ্যতে কেউ সিন্ডিকেট করে বেশি দামে ইলিশ বিক্রি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে বরিশালের বাজারে বুধবার এক কেজির ইলিশ প্রতি মণ ৬৮ হাজার, ১২শ গ্রাম ৭২ হাজার, এলসি ৬২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫