লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬৯

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২৪

বণিক বার্তা অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে ৫০ জন শিশুসহ কমপক্ষে ৫৬৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেই সঙ্গে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় অজানা উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

এদিকে ইসরায়েল দাবি করেছিল বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারসহ ৬ জন নিহত হয়েছে।  এর কয়েক ঘণ্টা পর হিজবুল্লাহ জানায়, হিজবুল্লাহর শীর্ষ নেতা  ইব্রাহীম মুহাম্মদ কুবাইসি ইসরায়েলি হামলায় মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) নিহত হয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলকে গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন। এছাড়া তাদের জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে বিশ্ব নেতারা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন।

উল্লেখ্য, গাজায় এখন পর‌্যন্ত  ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪১ হাজার ৪৬৭  জন নিহত এবং ৯৫ হাজার ৯২১ জন আহত হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫