ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশত

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সরাইলের উচালিয়াপাড়া ও বাড্ডাপাড়া গ্রামের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলের সঙ্গে ভ্যান গাড়ির ধাক্কা লাগায় উচালিয়াপাড়ার আমান মিয়া ও বাড্ডাপাড়ার ভ্যানচালক এরশাদ আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এটি হাতাহাতিতে রূপ নেয়। খবরটি দুই গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সরাইল থানা পুলিশ।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫