টরন্টোর পর ‘সাবা’ এবার বুসান চলচ্চিত্রে উৎসবে

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

ফিচার প্রতিবেদক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা থেকে বড় পর্দায় পা রাখছেন তিনি। গেল ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে ‘সাবা’ সিনেমার পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমেই শুরু হয় সিনেমার প্রচারণা।

পোস্টারে অন্য রকম এক মেহজাবীনকে দেখে দর্শক। তার অভিনীত ‘সাবা’ সিনেমাটি ঘুরছে বিদেশে। এরই মধ্যে এটি গিয়েছিল টরন্টোতে। সেখানে প্রশংসাও কুড়িয়েছে বেশ।

এবার সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন এই অভিনেত্রী। জানিয়েছেন এবার ‘সাবা’ অফিশিয়ালি সিলেকশন হয়েছে বুসান চলচ্চিত্রে উৎসবের জন্য।  

জানা  গেছে, সিনেমাটির জায়গা হয়েছে উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরো বেশ কিছু দেশের মোট ২৮টি সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাবাকে।

উল্লেখ্য, সাবা সিনেমাটির দৈর্ঘ্য ৯০ মিনিটের। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র ‘সাবা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটি নির্মাতা মাকসুদ হোসেনেরও প্রথম সিনেমা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫