হত্যা মামলায় নির্মাতা রিংকুকে গ্রেফতার

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

বণিক বার্তা অনলাইন

হত্যা মামলায় জনপ্রিয় নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে গুলশান থেকে রাফাত মজুমদার রিংকুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।গুলশান থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ ইসলাম  গণমাধ্যমকে জানান, আগের পুরনো একটি রাজনৈতিক মামলায় রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে। রিংকু ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগের সহ-সভাপতি ছিলো। মূলত সেই সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে। 

রিংকুকে আটকের খবর পেয়ে অভিনেতা আশরাফুল আলম ভোর ৫টার দিকে ছুটে যান গুলশান থানায়। সেখানে গিয়ে কথা বলেন রিংকুর সঙ্গে। আশরাফুল আলম এ প্রসঙ্গে বলেন, ‘মানসিকভাবে সে (রিংকু) যথেষ্ট শক্ত আছে। কিন্তু বার বার বলছিল, ‘আমিতো দেশের কিংবা ব্যক্তিগতভাবে কারও কোনো ক্ষতি করিনাই। এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলিনাই। তাহলে আমি এখানে কেন?’ কথাগুলো বলার সময় সে নিজের আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু পারেনি। খুব কষ্ট হচ্ছে একজন ডিরেক্টরকে এভাবে দেখে।’ 

এদিকে রিংকুর গ্রেফতারে সকাল থেকেই ফুঁসে উঠেছে নাট্যাঙ্গন। ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে প্রায় সর্বস্তরের নির্মাতা, শিল্পী, কলাকুশলীরা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫