বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তে বিএসএফ সদস্য আটক

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, দিনাজপুর

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি।  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট বিওপি ৩৩৪/৬ সাব পিলারে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পীরগঞ্জের চান্দেরহাট বিওপি ৩৩৪/৬ সাব পিলারে উপ কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকালে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে তাকে হস্তান্তর করা হতে পারে। 


 



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫