রাজাপুরের বিষখালী নদীতে হঠাৎ ভাঙন

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদীতে হঠাৎ করে ভাঙন দেখা দিয়েছে। এতে বাদুড়তলা বাজারের তিনটি দোকান নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনে জিও ব্যাগ দেবে গিয়ে চরম ঝুঁকিতে মঠবাড়ী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভবন। গতকাল ভোরে মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুড়তলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিষখালী নদীতে ভাঙন দেখা দেয়। এতে দুলাল মুন্সি, আবুল বাসার ও কবির হোসেনের তিনটি দোকান পানিতে ভেসে যায়। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে দোকান মালিকরা পণ্য উদ্ধার করেন। 

এ বিষয়ে মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল হাওলাদার জানান, দীর্ঘদিন বাদুড়তলা বাজারের দোকানগুলো নদীভাঙনে বিলীন হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় হঠাৎ কয়েকটি দোকান বিলীন হয়ে গেছে। এখনো ওই বাজারের অনেক দোকান ঝুঁকিতে রয়েছে। কয়েক দফা জিও ব্যাগ ফেলেও ভাঙন রোধ করা সম্ভব হচ্ছে না। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫