সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৮ জনের নামে মামলা

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আকাশ হোসেন (১৬) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

গত রোববার (২২ সেপ্টেম্বর) নিহত আকাশের বাবা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি করেন।

মামলার আসামির মধ্যে আরো রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা এবং ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ ও ৮ নম্বর আসামিসহ অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় আকাশ গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এখানে তার মৃত্যু হয়।

মামলায় আরো উল্লেখ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে হামলা করে আকাশকে হত্যা করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫