আইএফআইসি ব্যাংকের কর্মীদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময় সভা

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আইএফআইসি ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মেহমুদ হোসেনের সঙ্গে ব্যাংকটির সব কর্মীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় আইএফআইসি টাওয়ারে হাইব্রিড মডেলে ‘মিট দ্য চেয়ারম্যান’ শীর্ষক নির্দেশনামূলক এ সভার আয়োজন করা হয়। 

সভায় স্বাগত বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা বলেন, ‘গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর নবগঠিত পরিচালনা পর্ষদ অনেক সংস্কারের কাজ হাতে নিয়েছে। আমরা আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেনসহ পর্ষদের সব সদস্যকে আইএফআইসি পরিবারে স্বাগত জানাচ্ছি।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মেহমুদ হোসেন বলেন, ‘আইএফআইসি ব্যাংকে কোনো তারল্য সংকট নেই। দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক আর সময়োপযোগী তারুণ্যনির্ভর একটি শক্তিশালী ভিত্তি আছে এ ব্যাংকের।’

কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদারত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ব্যাংকিং সেক্টরে গুড গভর্ন্যান্স নিশ্চিত করার এখনই প্রকৃষ্ট সময়।’ 

ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তারা ছাড়াও সারা দেশের ১ হাজার ৪০০-এর বেশি শাখা-উপশাখা থেকে কর্মীরা হাইব্রিড পদ্ধতিতে এ সভায় অংশগ্রহণ করেন। এ সময় সব কর্মীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আইএফআইসি ব্যাংকে চেয়ারম্যান মো. মেহমুদ হোসেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫