ইসলামী ব্যাংকে নতুন দুই এএমডির যোগদান

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এএমডি হিসেবে যোগ দিয়েছেন মো. ওমর ফারুক খান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। মো. ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংকে এমডি (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দেন। টানা ৩৭ বছরের কর্মজীবনে মো. ওমর ফারুক খান সফলতার সঙ্গে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ এএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন অ্যাসোসিয়েট ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)। তিনি থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও দুবাইতে ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ইসলামী ব্যাংকে যোগ দেয়ার আগে পূবালী ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০২ সালে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগ দেয়ার পর টানা ২২ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার চিটাগং ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (চুয়েট) থেকে ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি জাপান, শ্রীলংকা, বাহরাইন ও ভারতে ব্যাংকিং সেক্টরে তথ্যপ্রযুক্তির ব্যবহার, অ্যান্টি মানি লন্ডারিং ও ব্যাসেল থ্রিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। —বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫