ভারতের স্কোয়াড অপরিবর্তিত, কানপুরে খেলবেন কি সাকিব?

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

ক্রীড়া প্রতিবেদক

চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে জয়ের পর স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে একই দল নিয়ে খেলবে তারা। প্রশ্ন উঠছে, বাংলাদেশের একাদশে কি থাকবেন আঙুলের চোট বয়ে বেড়ানো সাকিব আল হাসান?

 

রোববার স্কোয়াড অপরিবর্তিত রাখার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

 

চেন্নাই টেস্টে স্বাগতিকদের একাদশের বাইরে ছিলেন সরফরাজ খান, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও যশ দয়াল। এদের মধ্যে দু-একজনকে অবশ্য কানপুর টেস্টের একাদশে দেখাও যেতে পারে। আবার একাদশ অপরিবর্তিতও রাখতে পারে ভারত।

 

এদিকে, সাকিবের আঙুলের চোট নিয়ে আজ সাংবাদিকদের ব্রিফ করেছেন নির্বাচক হান্নান সরকার। চেন্নাইয়ে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে একই আঙুলে ব্যাটিংয়ের সময় বল লেগেছে তার। সাকিব এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে পরের টেস্টে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজম্যান্ট।

 

সাংবাদিকদের হান্নান বলেছেন, ‘সাকিব আসলে আমাদের সেরা খেলোয়াড়। এটা আমাদের বলতেই হবে। সাকিব যদি একাদশে থাকে, তাহলে কম্বিনেশন সাজানো সহজ হয়। সে জায়গায় থেকে সাকিব এ ম্যাচেও খেলেছে। তাঁর ব্যাটিংটা আমার খুব ভালো লেগেছে। অন্যদের তুলনায়, সাকিবের আগের ব্যাটিংয়ের তুলনায় এই ম্যাচে তাকে অনেক আত্মবিশ্বাসী মনে হয়েছে। সাকিব বরাবরই আমাদের দলের ব্যালেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।’

 

গুরুত্বপূর্ণ বলেই সাকিবকে একাদশে রাখা–না রাখার সিদ্ধান্তটা এখনই নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট। চোটের কথা জানিয়ে হান্নান জানান, ‘আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।’

 

পরবর্তী পরিকল্পনা নিয়ে হান্নান বলেন, ‘আমি পারসেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব। এই দুইটা দিন কিন্তু তাঁকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই। টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে তাকে ছাড়া, সেটাও হতে পারে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫