রাবিতে নিপীড়নে জড়িতদের চিহ্নিত করতে শিক্ষার্থীদের কাছে তথ্য চাইল প্রশাসন

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে শিক্ষার্থী নিপীড়ন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ চাওয়া হয়েছে। শিক্ষার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষের কাছে এ ধরনের অভিযোগ জমা দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিটিতে বলা হয়, যারা অতীতে হলে শিক্ষার্থী নিপীড়ন, সিট দখল, সিট বাণিজ্য, চাঁদাবাজি বা মাদক ব্যবসায় জড়িত ছিল, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দিতে হবে। শিক্ষার্থীদের পরিচয় গোপন রাখা হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।


এ বিষয়ে গতকাল রোববার প্রাধ্যক্ষ পরিষদের সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়। বিভিন্ন মাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে প্রাধ্যক্ষ পরিষদ এই পদক্ষেপ গ্রহণ করেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫