২৬০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে স্বর্ণের দাম

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রতি আউন্সে ২ হাজার ৬০০ ডলারের ওপর পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কর্তন ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাবে সাম্প্রতিক সময়ে ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। এ ধারাবাহিকতায় গত শুক্রবার ২ হাজার ৬০০ ডলারের মাইলফলক স্পর্শ করে মূল্যবান ধাতুটির দাম। খবর বিজনেস রেকর্ডার।

এদিন স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্সের দাম ২ হাজার ৬২০ ডলার ৬৩ সেন্টে পৌঁছায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ৬৪৬ ডলার ২০ সেন্টে পৌঁছায়। গত বুধবার ফেড ৫০ বেসিস পয়েন্ট সুদহার কমায়। এতে ব্যবসায়ীদের মাঝে কম ঝুঁকিপূর্ণ পরিসম্পদ স্বর্ণের চাহিদা বেড়েছে।

চলতি বছর স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছে, বার্ষিক বৃদ্ধির হিসাবে যা ২০১০ সালের পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে উত্তেজনা বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। এ অবস্থায় ‘সেফ হ্যাভেন’খ্যাত স্বর্ণের চাহিদা ঊর্ধ্বমুখী হয়েছে।

টিডি সিকিউরিটিজের পণ্যবাজার বিশ্লেষক ড্যানিয়েল ঘালি বলেন, ‘‌ˆফডের সুদহার কর্তনের মাধ্যমে বাজারে স্বর্ণের বেচাকেনা বেড়েছে। এতে মূল্যবান ধাতুটির দাম বেড়েছে। তবে কিছুদিনের মধ্যে এটি সংশোধনের মাধ্যমে স্থিতিশীল অবস্থানে পৌঁছবে।’

তিনি বলেন, ‘‌স্বর্ণের বাজারের বর্তমান ক্রেতাদের সামগ্রিক কার্যক্রম এখনো আমাদের পর্যবেক্ষণের বাইরে। কেননা এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডে (ইটিএফ) পুঁজির প্রবাহ তুলনামূলক কম। তাছাড়া এশিয়ার ক্রেতারাও বর্তমানে স্বর্ণ ক্রয় করছেন না। এর অর্থ বিনিয়োগকারীরা নির্দিষ্ট একটি জায়গায় অধিক বিনিয়োগ করছেন, যা ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করতে পারে। স্বর্ণের দামে ঊর্ধ্বগতির কারণে চীন ও ভারতের মতো বড় ভোক্তা দেশগুলোয় চাহিদা কমে গেছে।’

জার্মানিভিত্তিক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান কমার্জব্যাংক জানিয়েছে, স্বর্ণের এ ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিদিন স্থায়ী না-ও হতে পারে। কারণ ফেডের পরবর্তী দুটি বৈঠকে মাত্র ২৫ বেসিস পয়েন্ট হারে সুদহার কমানোর প্রত্যাশা করা হচ্ছে।’ তবে কিছু বিশ্লেষক মনে করছেন স্বর্ণের দাম আরো বাড়তে পারে।

ট্রেডিং প্লাটফর্ম ফরেক্স ডটকমের বিশ্লেষক ফাওয়াদ রাযাকজাদা বলেন, ‘গাজা, ইউক্রেনসহ অন্যান্য স্থানে চলমান সংঘাতের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এতে স্বর্ণে নিরাপদ বিনিয়োগের চাহিদা অব্যাহত থাকবে।’ বিশ্লেষকরা বলেন, ‘‌ডলারের বিনিময় হার হ্রাস অব্যাহত থাকায় অন্যান্য মুদ্রায় লেনদেনকারীদের জন্য স্বর্ণ সাশ্রয়ী হয়ে উঠেছে। এটিও স্বর্ণের ঊর্ধ্বমুখী গতি ধরে রাখবে।’

এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩১ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৯৭৮ দশমিক ৫০ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৭৪ ডলার ৮৪ সেন্টে দাঁড়িয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫