ইউএসডিএর আভাস

ভারতে তুলা উৎপাদন আরো কমতে পারে

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

বণিক বার্তা ডেস্ক

ভারতে ২০২৪-২৫ মৌসুমে যে পরিমাণ তুলা উৎপাদন মজুদের আভাস ছিল, তা আরো কমিয়ে এনেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে ভারতে তুলা উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে কোটি লাখ ২০ হাজার বেলে (১৭০ কেজিতে এক বেল), যা আগের পূর্বাভাসের তুলনায় লাখ ৪০ হাজার বেল কম। গত আগস্টে কোটি ১৩ লাখ ৬০ হাজার বেল উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছিল। খবর ফাইবার টু ফ্যাশন।

প্রতি মাসেওয়ার্ল্ড এগ্রিকালচারাল সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এসটিমেটস (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে ইউএসডিএ। এতে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ চাহিদার পূর্বাভাস তুলে ধরা হয়। সেপ্টেম্বর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের মধ্য দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় ভারি বৃষ্টিপাত হয়। এছাড়া পোকামাকড়ের আক্রমণে তুলা হয় এমন জমিরও পরিমাণও অনেক রাজ্যে কমে গেছে। মূলত দুই কারণে ২০২৪-২৫ ভারতের উৎপাদন মজুদ কমে যাওয়ার আভাস দিয়েছে ইউএসডিএ। ভারতে নতুন মৌসুম শুরু হবে আগামী মাসে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ মৌসুমের পূর্বাভাস ছিল গত তিন মৌসুমের মধ্যে সর্বোচ্চ, কোটি ৩৬ লাখ ৬০ হাজার বেল। সে হিসাবে ২০২২-২৩ মৌসুমের তুলনায় এবারের পূর্বাভাসে উৎপাদনের পরিমাণ প্রায় ২৩ লাখ বেল কমিয়েছে ইউএসডিএ।

পূর্বাভাসে সমাপনী মজুদের পরিমাণও কমানো হয়েছে। আগস্টের প্রতিবেদনে মজুদের আভাস ছিল কোটি ২৮ লাখ ৯০ হাজার বেল। এবারের প্রতিবেদনে তা লাখ ১০ হাজার কমিয়ে কোটি ২৩ লাখ ৮০ বেল নির্ধারণ করা হয়েছে। আগের মৌসুমে মজুদের আভাস ছিল কোটি ৩০ লাখ ২০ হাজার বেল। সে হিসাবে ২০২২-২৩ মৌসুমের তুলনায় এবারের পূর্বাভাসে মজুদের পরিমাণ প্রায় লাখ ৪০ হাজার বেল কমিয়েছে ইউএসডিএ।

ভারতের তুলা রফতানি কমে যাওয়ার আভাসও দেয়া হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে ২০২৪-২৫ মৌসুমে রফতানি আগের মৌসুমের চেয়ে কমে ১৬ লাখ ৬০ হাজার বেলে দাঁড়াতে পারে। চলতি মৌসুমে রফতানির পূর্বাভাস ছিল ১৯ লাখ ২০ হাজার বেল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫