নিতাইগঞ্জে চিনির দাম বেড়েছে কেজিতে ৩ টাকা

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

বণিক বার্তা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে চিনির দাম গত ৪৮ ঘণ্টায় কেজিপ্রতি ৩ টাকা বেড়েছে। গতকাল মিলগেটে প্রতি কেজি ১২২ টাকা দরে কিনেছেন ব্যবসায়ীরা, যা গত বৃহস্পতিবার ছিল ১১৯ টাকা।

নিতাইগঞ্জের ব্যবসায়ীদের অভিযোগ, মিল মালিকরা যৌক্তিক কোনো কারণ ছাড়াই চিনির দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, শেখ হাসিনা সরকারের পতনের পর চিনির কাঁচামাল আমদানিকারক একটি বড় প্রতিষ্ঠানের মালিক-কর্মকর্তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ অবস্থায় চিনির বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে অন্যান্য গ্রুপের হাতে। এ অবস্থায় নিজেদের সুবিধামতো দাম নিয়ন্ত্রণ করছে তারা।

নিতাইগঞ্জের চিনি ব্যবসায়ী দীলিপ সাহা জানান, ‘‌আমরা মিলগেট থেকে চিনি সংগ্রহ করে কেজিতে ৫০ পয়সা থেকে ১ টাকা লাভে বেচাকেনা করি। চিনির দাম গত দুই-একদিনে কী কারণে ৩ টাকা বাড়ল, তা বুঝতে পারছি না।’ 

এর আগে গত মাসের শুরুতেও নিম্নমুখী ছিল নিতাইগঞ্জের চিনির বাজার। সে সময় কারখানাগুলোয় মজুদ বাড়ায় চিনির দাম কমে গিয়েছিল।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫