যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ১৩ হাজার বজ্রপাত

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৪

যুক্তরাজ্যে শনিবার ২৪ ঘণ্টায় প্রায় ১৩ হাজার বজ্রপাত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যুক্তরাজ্যের আবহাওয়া অফিস ‘‌ইয়েলো’ সতর্কতা জারি করে জনগণকে বন্যা ও বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। রোববার ওয়েলস, মধ্য এবং দক্ষিণ ইংল্যান্ডের কিছু অংশে বজ্রপাত ও ঝড়ো বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়। এর মধ্যে রয়েছে লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টার। তবে পূর্ব ওয়েলস ও পশ্চিম-মধ্য ইংল্যান্ডে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু অঞ্চলে ২-৩ ঘণ্টায় ৪০-৭০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় সারাদিনে ৮০-১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিবিসি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫