নৌ খাতের দুর্নীতি ও অনিয়ম খুঁজে বের করা হবে— নৌপরিবহন উপদেষ্টা

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিশ্বে মেরিনারদের গ্রহণযোগ্যতা ও কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার। শিপিং খাতে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন উপদেষ্টা। এ সময় নৌ খাতে দুর্নীতির বিষয়েও কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এ খাতের দুর্নীতি ও অনিয়ম খুঁজে বের করা হবে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২২ সেপ্টেম্বর) বরিশালের বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি পরিদর্শনের পর ব্রিফিংকালে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। 

সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, পাহাড় এলাকায় সম্প্রীতি নষ্টকারী কোনো ইন্ধন যেন না ঢোকে সেদিকে নজর দিতে হবে৷ সকলের ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে হবে। 

মব জাস্টিস প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি মব জাস্টিস অপছন্দ করি। সকলের আইন-কানুন মেনে চলা উচিত। 

এর আগে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত মেরিন অ্যাকাডেমির শিক্ষার্থীদের প্যারেড পরিদর্শন করেন এবং অ্যাকাডেমিক ভবনের সামনে গাছের চারা রোপণ শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫