শিরোনামহীনের নিঃশব্দপুর গানের শ্রোতা প্রায় সাত লাখ

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

ফিচার প্রতিবেদক

শিরোনামহীনের নতুন অ্যালবামের তৃতীয় গান নিঃশব্দপুর প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত গানটি শুনেছেন প্রায় সাত লাখ শ্রোতা। এর আগে ব্যান্ডটি বাতিঘর ও জানে না কেউ শিরোনামের দুটি গান প্রকাশ করেছিল। 

গানটির গীতিকার ও সুরকার জিয়াউর রহমান জানান, ‘এই গানের মাধ্যমে শ্রোতাদের এমন একটি কল্পনার শহরে নিয়ে যেতে চেয়েছি, যেখানে তাদের মানসিক চাপ দূর হবে। শহরটির নাম নিঃশব্দপুর। এই শহর যেন সবার মনে থাকে, যেখানে পরিবার ও সমাজের চাপ থেকে মুক্ত হয়ে প্রশান্তি খুঁজে পাওয়া যায়।’

গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের ভোকাল শেখ ইশতিয়াক। বেইজ ও সেলো বাজিয়েছেন জিয়া। বোধার্ন, সরোদ, বাঁশি এবং ব্যাক ভোকালে ছিলেন কাজী আহমেদ শাফিন। পিয়ানো বাজিয়েছেন সায়মন চৌধুরী, আর গিটার ও গিটালেলে বাজিয়েছেন সুদীপ্ত সিনহা দীপু। কলকাতার শিল্পী সংবর্তিকা বন্দ্যোপাধ্যায় কয়্যার ভয়েজ দিয়েছেন।

শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে উচ্ছ্বসিত জিয়াউর রহমান বলেন, ‘শ্রোতারা গানটি শুনছেন, এটি আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আমরা তাদের জন্যই গান তৈরি করি। তাদের ভালো লাগা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫