গুলশানে পরিত্যক্ত অবস্থায় পিস্তল-গুলি উদ্ধার

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশীে পিস্তল, ২৯ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট-১০ এর পাশে লেকপাড়ে ময়লার স্তূপ থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— একটি বিদেশী ওয়লথার পিপিকে ৭.৬৫ পিস্তল (মেড বাই জার্মানি), ৭ রাউন্ড ৭.৬৫ ক্যালিবারের গুলি, ২২ বোরের ২৩ রাউন্ড গুলি ও ৩৮ রাউন্ড শর্টগানের কার্তুজ।

এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫