দুই অতিরিক্ত আইজিপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ (আইজিপি) সাত পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন— অতিরিক্ত আইজিপি একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত আইজিপি বশির আহম্মদ, অতিরিক্ত ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার মো. মীজানুর রহমান, পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার দাদন ফকির এবং সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন (২০১৮) এর ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫