আলাবামায় এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত বহু মানুষ

প্রকাশ: সেপ্টেম্বর ২২, ২০২৪

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের বার্মিংহামে একটি এলোপাতাড়ি গুলিবর্ষণে অন্তত চারজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।

বার্মিংহাম পুলিশের কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড বলেছেন, স্থানীয় সময় গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ফাইভ পয়েন্টস সাউথ এলাকায় একদল মানুষের ওপর একাধিক বন্দুকধারী বহু গুলি চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে দুইজন পুরুষ এবং এক নারীর মরদেহ পেয়েছে, এবং আরো একজন হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন বলে তিনি জানান।

ফিটজেরাল্ড আরো বলেন, তদন্তকারীরা এখনো যাচাই করছেন যে, বন্দুকধারীরা হেঁটে এসে গুলি চালিয়েছে নাকি গাড়ি থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়নি।

ফাইভ পয়েন্টস সাউথ এলাকা মূলত নাইটলাইফের জন্য পরিচিত। আহতদের বিষয়ে ফিটজেরাল্ড সাংবাদিকদের বলেন, আমাদের কাছে এই এলাকায় বহু মানুষের গুলিবিদ্ধ হওয়ার খবর রয়েছে। অন্তত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫